Header Ads

ফাইভার গিগ অপটিমাইজেশন অ্যান্ড মার্কেটিং এর গুষ্ঠি উদ্ধার !! By Rasel Ahmed Raju

ভাই, গিগ তো সেল হয় না ! কিছু মার্কেটিং টিপস দেন না একটু ! এই কথাটা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে । তাই, দেখতে শুরু করলাম কেন গিগ সেল হচ্ছে না। তদন্ত শুরু হলো ! তো দেখি কি রেজাল্ট বেরোয় ?

ভাল লাগলে শেয়ার করতে হবে কিন্তু !!
ফাইভার কি ?
ফাইভার হচ্ছে এমন একটি মার্কেটপ্লেস যেখানে বিভিন্ন টাইপের সার্ভিস সেল হয় । যেমনঃ লোগো ডিজাইন, কনটেন্ট রাইটিং, ব্যাকলিংক তৈরি, ভিডিও মেকিং ইত্যাদি ।
গিগ কি ?
গিগ হল আপনি যে সার্ভিসটি সেল করবেন তার অফারের নাম । অর্থাৎ সকল ধরনের সার্ভিসের অফারকে কে গিগ বলে ।
বিঃ দ্রঃ সঠিকভাবে গিগ খুলতে পারলে কোন মার্কেটিং ছাড়াই কাজ পাওয়া সম্ভব । এজন্য গিগে একটু অপটিমাইজেশন করতে হবে ।

কিভাবে এসইও অপ্টিমাইজড গিগ খুলবেন ?

উল্টা পাল্টা গিগ খুলে আসলে তেমন ভাল ফিডব্যাক আপনি পাবেন না । তাই এমন ভাবে আপনার গিগ খোলা উচিত যেগুলো বায়াররা ফাইভারের সার্চবক্সে সার্চ করে । বায়াররা সার্চবক্সে যে কিওয়ার্ড লিখে সার্চ দেয় ওই কিওয়ার্ড যদি আপনার গিগের টাইটেল ,ট্যাগ আর ডেসক্রিপশনে থাকে তাহলে আপনার গিগের সঙ্গে বায়ারের সার্চ ইনপুট বা কি ওয়ার্ড ম্যাচ করে সার্চ রেজাল্টের প্রথম দিকে আসতে পারে ।
এখন প্রশ্ন হল বায়াররা যে কিওয়ার্ড লিখে ফাইভারে সার্চ দেয় তা আপনি পাবেন কই ?
এটা একদম ইজি একটা ব্যাপার ! নিচের ইমেজটা দেখলে ক্লিয়ার হয়ে যাবেন !


ছবিটিতে একটু খেয়াল করলে দেখবেন যে blog post লেখার কারনে কিছু সাজেশন কিওয়ার্ড নিচে অটোমেটিক চলে আসছে । এর মানে হল বায়াররা এই কিওয়ার্ড গুলি লিখে ফাইভারে তাদের কাংখিত গিগটি খুঁজে । ফলে যে গিগের সঙ্গে বেশি কি ওয়ার্ড ম্যাচ করে ওটাই রাঙ্ক করে !
এই কিওয়ার্ড গুলি সহজে পাওয়ার উপায় কি ?
এখানে একটা ব্যাপার লক্ষণীয় যে , এই কি ওয়ার্ড সাজেশন গুলি সংগ্রহ করে একজায়গায় রেখে একটু এনালাইজ করতে পারলে ভাল হত । কিন্তু এগুলো ফাইভার সার্চ ইনপুট থেকে কালেক্ট করা একটু কঠিন । এই সমস্যা সমাধানের জন্য আমি একটি টুল বের করেছি । এটা আশা করি আপনাদের বেশ কাজে দিবে ।
এটি হলঃ https://www.keyword.io/
এটা কিভাবে ইউজ করবো ?
এই সাইটে গিয়ে ফাইভার সিলেক্ট করবেন , এবার আপনার গিগের মেইন কি ওয়ার্ড লিখে কান্ট্রি সিলেক্ট করে সার্চ দিবেন। তারপর নিচে দেখবেন যে কতগুলি কি ওয়ার্ড এসে হাজির !! এগুলিকে কপি পেস্ট করে কোন ডকে রাখুন । ইমেজ গুলি দেখুন একটু !









আচ্ছা, এবার কিওয়ার্ড গুলি কে কি করবো ?
এগুলিকে গিগের টাইটেল, ট্যাগ আর ডেসক্রিপশনে ইউজ করবেন ।
কিন্তু কেমনে ?
টাইটেলঃ এমন ভাবে টাইটেল দিবেন যাতে আপনার টাইটেলে কি- ওয়ার্ডগুলি নাচারালি থাকে । কোন স্টাফিং করবেন না । স্বাভাবিক ভাবে দিবেন ।
ট্যাগঃ গিগে মোট পাঁচটি ট্যাগ দেওয়া যায় । ভাল কিছু কি-ওয়ার্ড ট্যাগ হিসেবে ও ইউজ করতে পারেন ।


ডেসক্রিপশনঃ এমন ভাবে ডেসক্রিপশন লিখবেন যাতে কি ওয়ার্ড গুলি নাচারালি চলে আসে । কোনভাবেই ভাবেই স্পামিং করা যাবে না ।











কিভাবে বায়ার ফ্রেন্ডলি ডেসক্রিপশন লিখবেন ?
দুইটা ইমেজ দেখলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে ।

বাজে গিগ ডেসক্রিপশন

বাজে গিগ ডেসক্রিপশনঃ উপরের ছবিতে যে ডেসক্রিপশনের ইমেজ দেওয়া হয়েছে এটা হল বাজে ডেসক্রিপশনের উদাহরণ ! এটা করা যাবে না ।
তাহলে কি করতে হবে ?
গিগ হতে হবে সাজানো , গোছালো , যাতে দেখলেই পড়তে মন চায় । কারন গিগ না পড়লে বায়ার আপনার গিগ থেকে বাউন্স করবে ! নিচের ছবিটা দেখুনঃ



ভাল গিগের ডেসক্রিপশন লেখার জন্য কি কি কৌশল ফলো করতে হবে ?
  • বুলেট পয়েন্ট
  • শর্ট সেনটেন্স মানে সিম্পল বাক্য , বেশি জটিল বা বড় করা যাবে না ।
  • আই ক্যাঁচিং ওয়ার্ড । জেমনঃ Super , Perfect, Safe Etc
  • ডেসক্রিপশনে কি ওয়ার্ড ইউজ করতে হবে নাচারালি ।
  • আরও জানতে হলে আপনার গিগের সাথে সম্পর্কিত টপ গিগ গুলি দেখুন । ওগুলোর স্টাইল ফলো করতে পারেন কিন্তু কপি করা হারাম !
  • নির্ভুল ইংলিশ হতে হবে । ভুল হলে বায়ার এটা নেগেটিভ ভাবে নিবে ! এক্ষেত্রে এই টুলটি ইউজ করতে পারেন !
গ্রামার চেক করার স্মার্ট টুলঃ
ইমেজ ইউজ করবেন কিভাবে ?
এক্ষেত্রে আপনি ক্যানভা ইউজ করতে পারেন। এটি বেশ পরিচিত !
ক্যানভা ইউজ করবেন কিভাবে ?
এটা জানতে এই টিউটোরিয়ালটি দেখতে পারেন !
তবে সবচেয়ে ভাল হয় যদি ভিডিও দিতে পারেন।
ফাইভারের গিগের জন্য সহজে ভিডিও বানাবো কিভাবে ? ভিডিও বানানোর জন্য আমি আপানাকে কিছু সফটওয়্যার দিতে পারি ।
ভিডিওটি কেমন হওয়া উচিৎ ?
  • ৩০ থেকে ৪০ সেকেন্ডের মধ্যে হলে ভাল
  • Exclusively on Fiverr লেখাটি থাকতে হবে ভিডিওতে । না হলে গিগ এপ্রুভ হবে না ।
  • “hey guys” , “hey Fiverr video “ এই ধরনের ওয়ার্ড দিয়ে ভিডিও শুরু করা ভাল ।
  • ভিডিওতে যেসব ইমেজ লাগবে তা স্ক্রিনশট ইমেজ থেকে ও নিতে পারেন । কাজের স্যাম্পলের স্ক্রিনশট দিলে ভাল হয় ।
  • গিগে ভিডিও দিলে গিগ বিক্রয়ের সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় । বুদ্ধিমানরা এটা ঠিক ইউজ করেন ।
  • “ Call to Action” word ইউজ করবেন । মানে যেগুলি দেখলে একটা লোক গিগ কিনার ব্যাপারে উৎসাহিত হয়। যেমনঃ
“this gig is 100% Panda and Penguin safe”
“if you are not happy with our work, then we will re-write it for you until you are 100% satisfied”.

গিগে পিডিএফ ইউজ করুন ( হিডেন ট্রিক্সস) !!!
পিডিএফে কি দিবেন ?
  • আপনি আপনার গিগের সাথে সম্পর্কিত কাজের স্যাম্পল পিডিএফ আকারে দিতে পারেন ।
  • কিছু ফ্রি টিপস দিতে পারেন গিগের সাথে সম্পর্কিত । এতে আপনার উপর বায়ারের একটা আকর্ষণ বেড়ে যাবে ।

SECRET OF RANKING YOUR ANY FIVERR GIG AT TOP

http://www.moneygossips.com/secret-ranking-fiverr-gig/ গিগ খোলার পরে এর সঠিক মার্কেটিং করা উচিত ।.....................

কিভাবে গিগের মার্কেটিং করবো ?

গিগ মার্কেটিং করার নানা রকম মেথড আছে । এক্ষেত্রে একেকজন একেকরকম মেথড এপ্লাই করে সফল হয়েছেন । আমি বেশ কিছু মেথড নিয়ে আলোচনা করার ট্রাই করবো । যেমনঃ ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, ইউটিউব, স্লাইডশেয়ার, ওয়েব ২.০, লিংকডইন, কোয়েশ্চন এনসার সাইটস, ফোরাম ইত্যাদি । তো শুরু করা যাক!

ফেসবুকে গিগের মার্কেটিংঃ আমরা সবাইতো আবার ফেসবুকের এক্সপার্ট ! কিভাবে একাউন্ট খুলতে হয় কিভাবে এটি চালাতে হয় তা আমরা খুব ভাল মতই জানি । সো এগুলি নিয়ে ডিসকাস না করে ডিরেক্ট কাজে চলে যাই ।
  • শুরুতেই গিগটি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করুন ।তবে শেয়ারের সময় হ্যাশট্যাগ ইউজ করুন।
হ্যাশট্যাগ ইউজ কিভাবে ইউজ করবেন ?
ধরুন, কেউ Contet Writer খুজতেছে । সে এসে সার্চ দিবে Contet Writer লিখে ।
এখন, আপনার গিগে যদি এটাকে #Contet_Writer হ্যাশট্যাগ হিসেবে পোস্ট করেন তাহলে ওই লোকের সার্চ রেজাল্টে আপনার গিগ শেয়ারের পোস্টটি শো করবে । ফলে আপনি ওখান থেকে গিগের অর্ডার পেতে পারেন ।
  • প্রথমেই আপনি আপনার গিগের সাথে সম্পর্কিত যে ফেসবুক গ্রুপ গুলো আছে তা খুজে বের করুন । ওগুলোতে জয়েন দিন । তবে এক্ষেত্রে অনেকে বোকামি করেন ! গিগ শেয়ার করেন ফাইভার সম্পর্কিত গ্রুপ গুলোতে! আরেহ ভাই,ওখানে তো সব হকারের দল ! আপনি ও সেলার , ওরাও সেলার কে কারটা কিনবে ? ধরুন আপনার গিগ হল Content writing এর উপর তো আপনি ফেসবুকে এটা লিখে সার্চ দিলে content writing , article writing jobs, content writers ইত্যাদি নানা রকম গ্রুপ আসবে । এরাই হলো আপনার টার্গেট অডিয়েন্স !
  • আপনি গ্রুপে আপনার গিগ শেয়ার করুন । তবে এক্ষেত্রে একটা কৌশল অবলম্বন করতে পারেন তা হল, শেয়ার করার সময় কিছু টিপস বা ভাইটাল ইনফরমেশন সহ লিঙ্ক শেয়ার করলে ওটা আলাদা ভ্যালু ক্রিয়েট করবে এবং সেলের সম্ভাবনা অনেক বেড়ে যাবে ।
  • আরেকটা কাজ করতে পারেন, গ্রুপ গুলোতে নিজেকে ইনফ্লুয়েন্সার হিসেবে আবির্ভূত করুন । এজন্য প্রতিদিন কিছু ভ্যালুএবল টিপস শেয়ার করুন গ্রুপে । বিভিন্ন পোস্টে কমেন্ট কমেন্ট করে অন্যদের হেল্প করুন ।
  • এবার দেখুন কোন মানুষগুলি আপনার সম্ভাব্য ক্রেতা বা ক্রেতা হতে পারে । তাদের সঙ্গে এড হয়ে একটা রিলেশন গড়ে তুলুন । তাদেরকে বলুন আপনার এই সার্ভিস গুলি সম্পর্কে ।
  • আপনার নিজে একটি পেজে তাতে গিগ সম্পর্কিত তথ্য শেয়ার করুন ।
  • আপনার গিগ সম্পর্কিত জনপ্রিয় যে গ্রুপ গুলো আছে ওগুলোতে গিয়ে নিজের এঙ্গেজমেন্ট বাড়ান । কিন্তু গিগের লিঙ্ক দিবেন না । আপনার কাছে কেউ কোন হেল্প চাইলে তবেই দিতে পারেন ।
কিভাবে এগুলি করবেন তা পরবর্তীতে ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ ! তবে এখন এই মাসুদ রানা ভাইয়ের ভিডিওটি দেখতে পারেন ! https://youtu.be/N2zd8yr4gRU
টুইটারে গিগের মার্কেটিংঃ
  • আপনার টুইটার একাউন্ট থেকে আপনার গিগটি শেয়ার করুন ।
কিন্তু , শুধু শেয়ার করলেই হবে না এখানে একটু ভিন্নতা আনতে হবে । সেটা কি ?
  • হ্যাশট্যাগ ইউজ করুন।
হ্যাশট্যাগ ইউজ কিভাবে ইউজ করবেন ?
ধরুন, কেউ Content Writer খুজতেছে । সে এসে সার্চ দিবে Content Writer লিখে । এখন, আপনার গিগে যদি এটাকে #Contet_Writer হ্যাশট্যাগ হিসেবে পোস্ট করেন তাহলে ওই লোকের সার্চ রেজাল্টে আপনার গিগ শেয়ারের পোস্টটি শো করবে । ফলে আপনি ওখান থেকে গিগের অর্ডার পেতে পারেন ।










বায়ার রিকোয়েস্ট:











বায়ারকে যেভাবে রিকোয়েস্ট পাঠাইছিঃ














৩. ফাইভারের বায়ার খুঁজে বের করুনঃ

























আরেকটা উদাহরণ দেখুনঃ














এভাবে এই বায়ার এর সঙ্গে সম্পর্ক তৈরি করে ফেলুন । তারপর গিগ লিংক দিয়ে দিন ।
Quora.com এ গিগ মার্কেটিংঃ
Quora.com আবার কিডা ?
এটি একটি কোয়েশ্চন এনসার সাইট। একদম কার্যকরী ট্রাফিক এখানে পাওয়া যায়। আসেন একটু গবেষণা করি।


শুরুতেই আসুন এখানে একাউন্ট খুলবেন কিভাবে তা জানি।
Quora.com এ একাউন্ট খোলার তিপ্সঃ
- রিয়েল নেইম দিয়ে একাউন্ট খুলবেন ।
-রিয়েল ইউজার নেম দিবেন ।
- ফাইভার একাউন্টের সঙ্গে সামঞ্জস্য রেখে সেইম ইনফো দিয়ে একাউন্ট খুলবেন। তাতে আপনাকে বিশ্বাস করতে সুবিধা হবে ।
ওয়েব ২.০/ ব্লগিং করে গিগ মার্কেটিং:


১. প্রত্যেক ফাইভার সেলারের একটা করে ব্লগ থাকবে । প্রিমিয়াম ডোমেইন হলে বেটার ।
২. তার পর ব্লগটিতে এমন ভাবে সাজাতে হবে যাতে এটা বুঝায় যে আপনি একজন পেশাদার দক্ষ সেলার ।
৩. ফাইভারে আপনার যে বিষয়ের উপর গিগ থাকবে তার উপর ভিত্তি আপনি আপনার ব্লগে বেশ কিছু আর্টিকেল দিবেন ।
৪, এমন ভাবে এগুলি লিখবেন যাতে মনে হয় আপনি এই বিষয়ের উপর খুব এক্সপার্ট !
৫. আর্টিকেল দেওয়ার আগে একটু কি ওয়ার্ড রিসার্চ করে নিবেন । তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার সম্ভাব্য বায়াররা কি লিখে গুগলে তথ্য / ইনফরমেশন খুজে ।
৬. আপনার আর্টিকেল গুলি ওই সব কিওয়ার্ড এর উপর বেজ করে প্রপারলি অপ্টিমাইজ করে দিবেন ।
৭. এবার প্রতিটা আর্টিকেলের নিচে বা মাঝখানে আপনার গিগের লিংক কোডিং করে বসিয়ে দিবেন ।
৮.আর্টিকেল লিখতে কষ্ট হলে ভালমানের আর্টিকেল রিরাইটার ইউজ করুন । এক্ষেত্রে গুগোলের হেল্প নেন ।
৯. এবার সাইটকে প্রপারলি অন পেইজ অপ্টিমাইজ করুন । বিং, গুগোল, ইয়াহু তে এগুলি ইন্ডেক্স করিয়ে দিন ।
১০. ভাল করে কিছু ব্যাকলিংক করে দিন ।
এবার দেখুন ম্যাজিক ! ! দেখবেন অনেক ভিউ আসতেছে আপনার ব্লগের ইভেন আপনার গিগের ও !
সেল আসাটাই তো স্বাভাবিক তাই না ?
বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট !
পুরো মডেল টা ইমেজ আকারে বানিয়েছেন আমাদের Rahul দাঁকা। ইমেজটি দেখুন

















চলতে থাকবে.........

ইচ্ছা আছে ফাইভার নিয়ে বাংলা ভাষার সবচেয়ে বড় আর্টিকেল বানাতে । তাই এটি আগামী দিনে আরও মডিফাই হবে...


ফিউচারে আসতে পারেঃ

  • ইউটিউবে গিগ মার্কেটিং
  • স্লাইডশেয়ারে গিগ মার্কেটিং
  • লিংকডইনে গিগ মার্কেটিং
  • ফোরামে গিগ মার্কেটিং
  • টপ সেলার হবার উপায় ।
  • গিগ ভিউ বাড়ান ।
এছাড়াও আরও নানা ধরনের টিপস নিয়ে যাতে ভবিষ্যতে হাজির হতে পারি সেজন্য সবার দোয়া কামনা করছি ।

No comments

Powered by Blogger.