Header Ads

লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের মাধ্যমে "ডিজিটাল মার্কেটিং" ক্লাসের অভিজ্ঞতা।

 প্রথমত আমদেরকে জানতে হবে লার্নিং এন্ড আর্নিং প্রকল্প কি ?
লার্নিংএন্ডআর্নিংপ্রকল্প

.
লার্নিং এন্ড আর্নিং প্রকল্প ।
তরুন মেধাবীদের আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্য নিয়ে লার্নিং এন্ড আর্নিং প্রকল্প শুরু করেছেন সরকার। উন্নত দেশগুলার পাশাপাশি আমদের দেশের তরুনদের আইসিটি বিভাগে এগিয়ে নেওয়াই এর প্রকল্পের মূল উদ্দেশ্য ।
.
লার্নিং এন্ড আর্নিং কি ?
.
সহজ ভাষায় লার্নিং মানে হচ্ছে শিখা আর আর্নিং মানে হচ্ছে আয় করা । এর মানে দাঁড়ায় কোনো কিছু ভাল করে শিখে তার মাধ্যমে আয় করা। এখানে লার্নিং এন্ড আর্নিং মানে হলো কম্পিউটারে বিভিন্ন কোর্স করে অনলাইন জগতে আয় করা ।
.
লার্নিং এন্ড আর্নিং কিভাবে শিখতে হয় ?
.
আমাদের দেশে সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠানে এ প্রশিক্ষন দেওয়া হয়। আপনি ইচ্ছ করলেই এখন এটা শিখতে পারেন। প্রথমত আপনাকে মাইন্ড ঠিক করতে হবে । শুরুতেই আয় করার চিন্তা বাদ দিয়ে ভাল করে শিখতে হবে। আপনি যখন ভাল করে শিখবেন তখন আর টাকার কথা চিন্তা করতে হবেনা । এখানে অনেক পরিশ্রম করে কাজ শিখতে হয়। তাই হতাশ হবেন না।
.
ডিজিটাল মার্কেটিং সম্পর্কে যা জানলামঃ
DigitalMarketing

.
১। ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বেসিক ধারনা পেলাম।
২। ব্লগ সম্পর্কে জানলাম। ব্লগ একাউন্ট খোলা শিখলাম।
৩। এস ই ও কি ? এটা কেনো করে? তা জানলাম ।
৪। কনটেন্ট কিভাবে লেখতে হয় তা শিখলাম। কনটেন্ট এর গুরুত্ব বুজলাম।
৫। কিওয়ার্ড, টাইটেল, সাব টাইটেল কি ? এগুলা বুজলাম।
৬। সোস্যাল মিডিয়ায় নিজের অবস্থা কিভাবে তুলে ধরতে হয় ? তা বুজতে পারলাম।
৭। এক্সটারনাল লিংকিং, ইন্টারনাল লিংকিং কিভাবে দিতে হয় তা শিখলাম।
৮। গুগোল সার্চ সম্পর্কে জানলাম। কোথায় কি পাওয়া যায় তা দেখলাম।
৯।গ্রামার চেকার, প্লাগারিজম চেকার আরো অনেক টুলস সম্পর্কে জানলাম।
.
কিছু আত্ন কথাঃ
IasinArafatNazim

.
ডিজিটাল মার্কাটিং সম্পর্কে আমি এর আগে জানতাম না। প্রথম যেদিন ক্লাশ করলাম সেদিন খুব কঠিন মনে হচ্ছিলো। এমন মনে হচ্ছিলো যেনো আমি পারবো না। কিন্তু পরের ক্লাশে আমার মাইন্ড পরিবর্তন হয়ে গেলে । মনে হলো আমি পারবো । স্যার কে অসংখ্য ধন্যবাদ জানাই এই জন্য যে, আমদেরকে এতো সুন্দর ক্লাশ উপহার দিচ্ছেন, আনন্দ ঘন পরিবেশে আমাদের ক্লাশ করাচ্ছেন। বোরিং শব্দটা আসছেই না। আর আমরা ও মনোযোগ দিয়ে ক্লাশ করতে পারছি। আশা করি এভাবে ক্লাশ করতে পারলে আমরা শিখতে পারবো। 

সরকার কে ও ধন্যবাদ জানাই আমাদেরকে এমন একটি সুযোগ করে দেওয়ার জন্য।

2 comments:

  1. সুন্দর পোষ্ট, ধন্যবাদ আপনাকে, অনেক তথ্য সমৃদ্ধ আপনার লেখা ।

    আপনি কি জানেন, ইমেল মার্কেটিং এর জন্য ১৫,০০,০০০ (পনেরো লক্ষ) ইউ,এস,এ ইমেল লিষ্ট মাত্র ৯৯৯/= টাকা !!!


    আর এ জন্য অনেকে আছেন যারা বিভিন্ন ভাবে ইমেল সংগ্রহ করে থাকেন । যারা ইমেল লিষ্ট ক্রয় করেন, তারাত্ত বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলার সম্মুখিন হয়ে থাকেন । বাংলাদেশে এই প্রথম "" হাবিব আই.টি "" কম্পিউটার ল্যাব থেকে এই সুবিধা দেয়া হচ্ছে । ১৫,০০,০০০ (পনেরো লক্ষ) ইউ, এস, এ ইমেল লিষ্ট মাত্র ৯৯৯/= টাকা । তবে আলোচনা সাপেক্ষে দাম কম/বেশি করা হবে ইনশা-আল্লাহ্ ।

    হাবিব আই.টি "" কম্পিউটার ল্যাব এর ইমেল ডাটা বেজে প্রায় ১০০ টি দেশের ৩,৫০,০০,০০০ (তিন কোটি পন্চাশ লক্ষ) ইমেল লিষ্ট সংগ্রহ করা আছে এবং আরত্ত সংগ্রহ কাজ চলছে । যারা আগ্রহী তারা ক্রয় করতে পারেন । না কিনলেত্ত শুধু মাত্র যোগাযোগ করলেই পাবেন সম্মানী হিসাবে ১,০০০ (এক হাজার) ইমেল লিষ্ট একদম বিনামূল‌্যে। লাইফ টাইম সাপোর্ট দেয়া হবে ইনশা-আল্লাহ্ ।


    ReplyDelete
  2. সুন্দর পোষ্ট, ধন্যবাদ আপনাকে, অনেক তথ্য সমৃদ্ধ আপনার লেখা ।

    আপনি কি জানেন, ইমেল মার্কেটিং এর জন্য ১৫,০০,০০০ (পনেরো লক্ষ) ইউ,এস,এ ইমেল লিষ্ট মাত্র ৯৯৯/= টাকা !!!

    01793699638

    ReplyDelete

Powered by Blogger.